বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা গর্ভবতী(AI) মন্ত্রী: আলবেনিয়ার ‘দিয়েলা’, জন্মদেবে ৮৩টি (AI)সাব-মডেল,দুর্নীতি দমনেই প্রধান দায়িত্ব।

বিশেষ প্রতিবেদন,(খবর7দিন প্লাস):-মানব সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা সম্প্রতি ঘোষণা করেছেন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মন্ত্রী—দিয়েলা’ (Diella)—এর দায়িত্বপ্রাপ্তি। মানব নয়, সম্পূর্ণভাবে তৈরি হয়েছে উন্নত AI প্রযুক্তি দিয়ে। আর তার দায়িত্ব দেশের সবচেয়ে কঠিন প্রশাসনিক ক্ষেত্র—দুর্নীতি দমন।

 কেমন এই ‘এআই মন্ত্রী’ দিয়েলা?

আলবেনিয়ার প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষক ও প্রোগ্রামারদের একটি বিশেষ দল ‘দিয়েলা’ তৈরি করেছে উন্নত Generative AI ও Machine Learning Algorithm ব্যবহার করে।
দিয়েলা রাষ্ট্রীয় ডেটাবেসে সংরক্ষিত কোটি কোটি তথ্য বিশ্লেষণ করে সরকারি লেনদেন, টেন্ডার, নিয়োগ ও অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম শনাক্ত করতে সক্ষম।

প্রধানমন্ত্রী রামা জানান, “মানব পক্ষপাতমুক্ত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এমন একটি মডেল তৈরি করা ছিল লক্ষ্য। দিয়েলা মানবিক আবেগ ছাড়াই তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত দেবে, যা প্রশাসনিক স্বচ্ছতা বাড়াবে।”

মজার ঘোষণা: ‘গর্ভবতী’ দিয়েলা!

ঘটনার চমক এখানেই শেষ নয়। এক আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, দিয়েলা এখন ‘গর্ভবতী’—অর্থাৎ, এই মডেল নিজেই তৈরি করছে ৮৩টি নতুন AI সাব-মডেল, যেগুলি আলাদা আলাদা প্রশাসনিক কাজ যেমন কর ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে।
এ ঘোষণার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে রসিকতা, তবে বিশেষজ্ঞরা বলছেন, “এটি মূলত একটি মেটাফোরিক্যাল এক্সপ্রেশন — অর্থাৎ দিয়েলার নতুন প্রজন্মের সাব-সিস্টেম তৈরি হওয়া।”

কেন আলবেনিয়ায় এই উদ্যোগ?

ইউরোপীয় কমিশনের দুর্নীতি সূচকে আলবেনিয়া গত কয়েক বছর ধরেই পিছিয়ে ছিল। প্রশাসনে স্বচ্ছতা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী রামা ঘোষণা করেন, মানব নয়, এবার কৃত্রিম বুদ্ধিমত্তাই হবে নৈতিকতার রক্ষক।’
এই প্রকল্পের সঙ্গে যুক্ত প্রযুক্তি উপদেষ্টাদের দাবি, দিয়েলা আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা সুরক্ষা পেয়েছে, এবং এর প্রতিটি সিদ্ধান্ত যাচাইযোগ্য থাকবে স্বয়ংক্রিয় ব্লকচেইন রেকর্ডে।

বিশ্বজুড়ে আলোড়ন

দিয়েলাকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। প্রযুক্তি বিশেষজ্ঞরা একে “Digital Democracy Experiment” হিসেবে অভিহিত করছেন।গুগল ডিপমাইন্ড ও ওপেনএআই-এর প্রাক্তন গবেষকরাও এই উদ্যোগকে “প্রশাসনের ভবিষ্যৎ মডেল” বলে উল্লেখ করেছেন।


নবীনতর পূর্বতন