সত্যনারায়ণ সিং,রানীগঞ্জ(খবর7দিন প্লাস):-রানীগঞ্জ শিল্পাঞ্চলের মঙ্গলপুর এলাকায় ক্রমবর্ধমান দূষণের বিরুদ্ধে পথে নামলেন স্থানীয় মানুষ। রবিবার বখতারনগর গ্রাম রক্ষা কমিটির উদ্যোগে মঙ্গলপুরের বিভিন্ন ইস্পাত ও লোহা কারখানার সামনে জোর বিক্ষোভ প্রদর্শন করা হয়। নেতৃত্বে ছিলেন কমিটির সভাপতি জয়দেব খান।
জয়দেব খানের অভিযোগ, “বখতারনগর ছাড়াও আশপাশের বেশ কয়েকটি গ্রামে কারখানার দূষণে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বারবার কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” তিনি আরও জানান, “দুর্গাপুজোর পর থেকে এখন পর্যন্ত আমাদের গ্রামে দূষণজনিত কারণে ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় প্রতি মাসে অন্তত চারজনের প্রাণ যাচ্ছে। অথচ কর্তৃপক্ষ নির্বিকার।”
এদিন বিক্ষোভে বখতারনগরের পাশাপাশি আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ অংশ নেন। জয়দেব খান সতর্ক করে বলেন, “আমরা মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছি। তার মধ্যে যদি দূষণ নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে গ্রামবাসীরা অনির্দিষ্টকালের জন্য কারখানার সামনে ধর্না ও আন্দোলনে নামবেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা এই দূষণের জেরে শ্বাসকষ্ট, ত্বকের রোগ ও অন্যান্য জটিল সমস্যায় ভুগছেন। তবুও কারখানাগুলির ধোঁয়া ও বর্জ্য নির্গমনের ওপর এখনো পর্যন্ত কোনো কঠোর নজরদারি দেখা যায়নি বলে অভিযোগ।



