সম্প্রীতির বার্তা ছড়িয়ে – ২৫ হাজার ছট ব্রতীর হাতে পূজার সামগ্রী তুলে দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী”

সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):-পশ্চিম বর্ধমান জেলার ঐক্যের মেলবন্ধনে ফের এক অনন্য নজির স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুজোর পর এবার ছট উৎসব উপলক্ষে জেলার ২৫ হাজার ছট ব্রতীর হাতে পূজার সামগ্রী সহ ডালা তুলে দিলেন তিনি।

জানা গেছে, জেলার নয়টি বিধানসভা এলাকাজুড়ে চলছে এই মহৎ উদ্যোগ। আগামী ২৭ অক্টোবরের মধ্যে প্রতিটি ব্রতীর হাতে ডালা পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিধায়ক। এর আগেও দুর্গোৎসব উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় প্রায় ৫০ হাজার মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি।

পশ্চিম বর্ধমান জেলা বহু ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে যেমন রয়েছে কয়লা খনি, তেমনি শিল্পাঞ্চল দুর্গাপুর—যেখানে কর্মসূত্রে বহু ভিনরাজ্যের মানুষ স্থায়ীভাবে বসবাস করেন। বাঙালি ও অবাঙালির মিলনে গড়ে উঠেছে এক “মিনি ভারত”, যেখানে দুর্গাপুজো, কালীপুজো, ঈদ, গুরু নানকের জন্মজয়ন্তী কিংবা বড়দিন—সব উৎসবই সমান উদ্দীপনায় পালিত হয়।এই সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতেই ছট উৎসবে পাশে দাঁড়িয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, “ধর্ম আলাদা হলেও উৎসব সবার। আমাদের জেলার মাটিতে যে মিলন সংস্কৃতি গড়ে উঠেছে, তা বাংলার গর্ব।”

বিধায়কের এই মানবিক ও সম্প্রীতির উদ্যোগে জেলার হিন্দিভাষী মানুষদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা।

দুর্গাপুজো হোক বা ছট—সব উৎসবেই সকল সম্প্রদায়ের মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে পশ্চিম বর্ধমান জেলাকে আরও একধাপ এগিয়ে দিল মিলন ও মানবতার পথে।


নবীনতর পূর্বতন