ছট পুজোকে কেন্দ্র করে পানাগড়ে প্রস্তুতি তুঙ্গে — রেলপুকুরে সাফাই, আলোকসজ্জা ও নিরাপত্তায় জোর

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
প্রতি বছরের মতো এবছরও ছট পুজো উপলক্ষে পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুর পাড়ে জমবে হিন্দিভাষী মানুষের উপচে পড়া ভিড়। ইতিমধ্যেই পুজো কমিটির পক্ষ থেকে শুরু হয়েছে পুকুর ও আশপাশের এলাকায় সাফাই এবং সুন্দরায়নের কাজ।

পুকুরের চারপাশের জঙ্গল পরিষ্কার করে, জল শোধনের পাশাপাশি মশা প্রতিরোধে ছড়ানো হয়েছে ব্লিচিং পাউডার। পুজো কমিটির সদস্য সত্যপ্রকাশ কেশরী জানান, “প্রতি বছর কয়েক হাজার মানুষ এখানে ছট পুজো করতে আসেন। নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি আমরা নিজেরাও নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটি বিশেষ নজরে রাখছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের সুবিধার জন্য পুকুর পাড়ে থাকবে চা ও পানীয় জলের ব্যবস্থা। কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়ার জন্য থাকবে চিকিৎসকসহ একটি মেডিকেল ক্যাম্প। নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে সিসিটিভি ক্যামেরা, কাঁকসা থানার পুলিশ, রেল পুলিশ ও কমিটির স্বেচ্ছাসেবক দল।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে সামিল হন। হিন্দু-মুসলিম সহ নানা সম্প্রদায়ের মানুষ রেল পুকুর পাড়ে ছটের আরাধনা দেখতে ভিড় জমান — একতার বার্তা দেয় এই মিলনমেলা।চলতি বছরও সেই ঐতিহ্য বজায় রেখে পানাগড়ের রেল পুকুর পাড়ে আবারও জেগে উঠবে ভক্তি, আলো আর আনন্দে ভরা ছট উৎসবের আবহ। 

নবীনতর পূর্বতন