নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর(খবর7দিন প্লাস):-
দুর্গাপুজো ও দীপাবলি শেষে উৎসবের আমেজ এখনও চলছে। আগামী সপ্তাহেই ছট ও জগদ্ধাত্রী পুজো। এই সময়ে বাড়তি ভিড় সামলাতে ও যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার, ২৫ অক্টোবর মোট ৬টি দূরপাল্লার বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। একই সঙ্গে দু’টি জনপ্রিয় ট্রেনে বাড়ানো হচ্ছে অতিরিক্ত কোচ, যাতে অপেক্ষমাণ যাত্রীরা সুবিধা পান।
২৫ অক্টোবর (শনিবার) চালু হবে নিম্নলিখিত ৬টি বিশেষ ট্রেনঃ
- ০৩৪৬৫ মালদা টাউন – দিঘা: মালদা ছাড়বে দুপুর ১টা ১০ মিনিটে, দিঘা পৌঁছবে রাত ১১টায়
- ০৩৪৬৬ দিঘা – মালদা টাউন: দিঘা ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে, মালদা পৌঁছবে রবিবার সকাল ৯টা ২০ মিনিটে
- ০৮১০৯ শালিমার – পাটনা: ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে, পৌঁছবে রবিবার সকাল ৮টায়
- ০৮৬২৯ রাঁচি – গোরখপুর: ছাড়বে বিকেল ৪টা ৫০ মিনিটে, পৌঁছবে রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে
- ০৮১০৫ রাঁচি – জয়নগর: ছাড়বে রাত ৯টা ২৫ মিনিটে, পৌঁছবে রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটে
- ০৮৬২১ রাঁচি – কামাখ্যা: ছাড়বে রাত ৮টায়, পৌঁছবে রবিবার রাত ১১টায়
অন্যদিকে, যাত্রী চাপের কথা মাথায় রেখে—
- ১২৮৩৭ হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে (২৩–৩১ অক্টোবর) একটি স্লিপার কোচ যুক্ত হচ্ছে
- ০২৮৬৩ সাঁতরাগাছি–যশবন্তপুর এসি স্পেশাল ট্রেনে (২৩–৩০ অক্টোবর) একটি এসি ৩-টিয়ার কোচ বাড়ানো হয়েছে
খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানিয়েছেন, উৎসবের মরশুমে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রতিটি স্টেশনে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। রেলকর্মী ও আধিকারিকরা সক্রিয়ভাবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন।উৎসবের আনন্দে নিরাপদ ও আরামদায়ক যাত্রা — খড়গপুর রেলের এই বিশেষ উদ্যোগে এখন আরও সহজ!

