রানিগঞ্জে উন্নয়নের আরও এক ধাপ — পাঞ্জাবি মোড় ফাঁড়ি থেকে সিউড়ি রোড পর্যন্ত নতুন কংক্রিট সড়ক নির্মাণের শিলান্যাস

সত্যনারায়ণ সিং,রানিগঞ্জ(খবর7দিন প্লাস):- পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আসানসোল–দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (ADDA)-এর পক্ষ থেকে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে নতুন সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। জানা গেছে, প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে পাঞ্জাবি মোড় ফাঁড়ি থেকে এনএইচ–৬০ অর্থাৎ সিউড়ি রোড পর্যন্ত একটি কংক্রিট রাস্তা তৈরি করা হবে। এদিন আনুষ্ঠানিকভাবে সেই কর্মযজ্ঞের সূচনা হয়।

এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল–দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, পৌরপষদ জ্যোতি সিংহ, রানিগঞ্জ থানার ওসি বিকাশ দত্ত, পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি কর্তার সিংহ, তাপস তিওয়ারি সহ বিশিষ্টজনেরা।

এদিন ADDA চেয়ারম্যান কবি দত্ত বলেন, “এই রাস্তা তৈরি হলে স্থানীয় মানুষ থেকে শুরু করে যানচালক— সকলেরই সুবিধা হবে। রানিগঞ্জ সহ গোটা জেলায় উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।”

রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, “পাঞ্জাবি মোড় ফাঁড়ি বহু পুরোনো। গত ২০ বছরে এই এলাকার জনসংখ্যা বহুগুণ বেড়েছে। ফলে এখানে কিছু মৌলিক পরিকাঠামোর প্রয়োজন ছিল। সেই অনুযায়ী ফাঁড়ির পক্ষ থেকে ADDA-র কাছে আবেদন করা হয় এবং আজ সেই কাজের শুরু হলো।”

তিনি আরও বলেন, “রানিগঞ্জ বাইপাস রোডের অবস্থাও দীর্ঘদিন ধরেই খারাপ। খুব শিগগিরই ADDA-র পক্ষ থেকে তারও সংস্কার করা হবে। রানিগঞ্জের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে উন্নয়ন ও পরিকাঠামো সংস্কারের প্রয়োজন, সেখানে কাজ করা হবে।”

উন্নয়নের বার্তা নিয়ে এই নতুন সড়ক প্রকল্প স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।

নবীনতর পূর্বতন