সত্যনারায়ণ সিংহ,অন্ডাল(খবর7দিন প্লাস):- নিবার সকালে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার হরিপুর বাজার এলাকায় আচমকাই ঘটে রক্তাক্ত নৃশংসতা। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টা করেন পিন্টু গোপ নামে এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় স্ত্রী পায়েল গোপকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। তার অবস্থা উদ্বেগজনক।
জানা গেছে, অণ্ডালের চোরা গ্রামের বাসিন্দা পিন্টু ও পায়েলের মধ্যে কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। এদিন সকালে সেই অশান্তিই আচমকা রূপ নেয় ভয়াবহ আক্রমণে। ঘরের ভিতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা বাইরে ছুটে আসতেই চোখে পড়ে রক্তে ভেজা পায়েলকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনার খবর পেয়েই বানবহাল ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিন্টু গোপকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও।
এই নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক ও ক্ষোভের ছায়া।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তিই এই হত্যাচেষ্টার মূল কারণ। তবে ঠিক কী কারণে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিলেন পিন্টু গোপ— তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।
ঘটনার পর থেকে আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন—
“দাম্পত্য কলহ কি সত্যিই এমন নিষ্ঠুরতার দিকে ঠেলে দিতে পারে?”

