ফের রাজ্যে একাধিক জায়গায় ইডির হানা

 

নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ফের রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকেই একাধিক জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা।

সূত্রের খবর, দুর্গাপুর সিটি সেন্টারের ডক্টরস কলোনিতে রামধনী জয়সওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে হানা চালায় ইডির আধিকারিকরা। একই সঙ্গে মধুসূদন পথের একটি অফিসেও তল্লাশি চালানো হয়, যা স্থানীয়দের মতে কয়লা ব্যবসায়ী লোকেশ সিং-এর অফিস। অফিস চত্বর সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে জানা গেছে।

অন্যদিকে, পান্ডবেশ্বরের কোট্টার্ডি গ্রামে তৃণমূল নেতা যুদিরস্টি ঘোষের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। কয়লা দুর্নীতির অভিযোগ ঘিরেই এই তল্লাশি বলে স্থানীয় সূত্রে অনুমান।

সবচেয়ে বড় অভিযান হয়েছে বিধাননগরের সালান পুড়িয়া আবাসনের ৫ নম্বর টাওয়ারের ১২ তলায়, যেখানে ইডির লক্ষ্য কয়লা কাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি নারায়ন কারখা। তাঁর ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে তল্লাশি শুরু করে ইডির আধিকারিকরা। নারায়ন কারখাকে রাজ্যের কয়লা মাফিয়া লালা ও রাজু ঝা চক্রের ঘনিষ্ঠ বলে দাবি তদন্তকারীদের। রাজু ঝা হত্যাকাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল বলেও সূত্রের খবর। 

তবে তল্লাশি চলাকালীন সংবাদমাধ্যমকে আবাসনে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তারক্ষীরা।এদিন সকাল থেকেই তল্লাশি চলায় বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা গেছে। যদিও ইডির পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

নবীনতর পূর্বতন