বিশাল রক পাইথনে তোলপাড় জামগাড়ী, বেলগাছে আশ্রয় নেওয়া ‘অতিথি’কে উদ্ধার করল বনদপ্তর

 

শুভেন্দু লায়েক,বাঁকুড়া,(খবর7দিন প্লাস):-গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী গ্রামে ফের দেখা মিলল এক বিশালাকার রক পাইথনের। বুধবার বিকেলে গ্রামের পাশে ফাঁকা মাঠে প্রথম সাপটিকে দেখতে পান এক বাসিন্দা। তাড়ানোর চেষ্টা করতেই চটপট পাশের একটি বেলগাছে উঠে গা-ঢাকা দেয় সাপটি।

গ্রামবাসীরা দীর্ঘ সময় ধরে দড়ি, বাঁশসহ নানা উপায়ে সাপটিকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর যায় গঙ্গাজলঘাটি রেঞ্জ অফিসে। বনকর্মীরা পৌঁছে নিরাপদ পদ্ধতিতে পাইথনটিকে গাছ থেকে নামিয়ে উদ্ধার করেন।

বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া রক পাইথনটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট, ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম। কিছুক্ষণ পর্যবেক্ষণের জন্য রেঞ্জ অফিসে রাখার পর সন্ধ্যায় গঙ্গাজলঘাটির গভীর জঙ্গলে সেটিকে ছেড়ে দেওয়া হয়।

হঠাৎ বিশাল সাপ দেখার উত্তেজনায় গ্রামজুড়ে ভিড় জমে যায়। পাইথন উদ্ধারের পুরো ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জামগাড়ী ও আশপাশে।

নবীনতর পূর্বতন