নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):- বীরভূমের রামপুরহাট রেলস্টেশনে মঙ্গলবার আরপিএফ ও জিআরপিএফ-এর যৌথ উদ্যোগে চলল তীব্র নাকা তল্লাশি। আসন্ন পশ্চিমবঙ্গ ও বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে এই তল্লাশি অভিযান চালানো হয় স্টেশন চত্বর ও বিহারগামী দূরপাল্লার ট্রেনগুলিতে।দিনভর চলা এই অভিযানে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রামপুরহাট জিআরপিএফ। ধৃতদের ব্যাগ খুলতেই চমকে ওঠেন কর্তারা—ভেতরে খবরের কাগজে মোড়া একের পর এক মদের বোতল!
পুলিশের প্রাথমিক অনুমান, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ায় বীরভূম থেকে মদ কিনে সেখানে পাচার করে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল ওই দুই ব্যক্তির। রামপুরহাট স্টেশনে নাকা চেকিং চলাকালীনই ধরা পড়ে যায় তাদের কাণ্ড।ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে রামপুরহাট জিআরপিএফ ও আরপিএফ। নির্বাচনকে কেন্দ্র করে রেলপথে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


