কলকাতা,মঙ্গলবার(খবর7দিন প্লাস):- বাংলার প্রতিবাদের ইতিহাস নতুন করে লিখল আজকের দিনটি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ঐতিহ্য বহন করে আজকের প্রজন্ম আবারও দেখাল, প্রতিবাদও হতে পারে সৃষ্টিশীলতার ভাষা।
স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রকল্পের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডাকে রেড রোডে আয়োজিত মহামিছিল যেন রূপ নিল এক প্রতীকী সাংস্কৃতিক আন্দোলনে। ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মিছিল পৌঁছয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে— দুই মূর্তির মাঝে যেন মিলল সামাজিক সমতা ও মানবতার বার্তা।
মিছিলের শুরুতে উপস্থিত ছিলেন সকল ধর্মের ধর্মগুরু, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহিলা নেত্রী, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। অসংখ্য মানুষের অংশগ্রহণে ভরে উঠেছিল শহরের রাজপথ।
এই মহামিছিল যেন স্মরণ করিয়ে দিল— বাংলায় প্রতিবাদ কেবল রাজনীতির পরিভাষা নয়, এটি এক সাংস্কৃতিক চেতনা, এক মানবিক অঙ্গীকার। সমতা, বৈচিত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার এই যাত্রা আজও বলে দেয়— প্রতিরোধ এখানে এক শিল্প, প্রতিবাদ এক গর্বের ভাষা।



