জাতীয় ট্রায়ালে ঝড় তুলল আসানসোলের স্কেটাররা, রুদ্র হেল্লা পৌঁছলেন বিশাখাপত্তনম চ্যাম্পিয়নশিপে!

 

সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):-আসানসোলের এগারোজন স্কেটারের দল জাতীয় স্কেটিং ট্রায়ালে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। কলকাতার বিধান শিশুউদ্যানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন প্রতিযোগীর মধ্যে দুর্দান্ত দক্ষতা ও মনোবল প্রদর্শন করেন আসানসোলের তরুণ প্রতিভারা।

বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন রুদ্র হেল্লা, যিনি এক রৌপ্য ও এক ব্রোঞ্জ পদক জিতে আসন্ন বিশাখাপত্তনমে অনুষ্ঠিতব্য জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। তাঁর পাশাপাশি ঈশাঙ্ক চক্রবর্তীও উজ্জ্বল পারফরম্যান্সের মাধ্যমে রৌপ্য পদক অর্জন করেন।

এই সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রশিক্ষক সোনু স্যার ও তাঁর টিম, যাঁদের তত্ত্বাবধানে এই প্রতিভাবান স্কেটাররা আসানসোলের নজরুল মঞ্চে নিয়মিত প্রশিক্ষণ নেন।

কলকাতার এই ট্রায়ালের ফলাফল আবারও প্রমাণ করল স্থানীয় স্তরে গড়ে ওঠা প্রশিক্ষণব্যবস্থা এবং তরুণদের নিবেদনই আসানসোলকে জাতীয় মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

নবীনতর পূর্বতন