নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):-আবার ফিরে এসেছে সেই সুনামির আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আজ, রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। আন্দামান সাগরের ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৪। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে ভূমিকম্পের মাত্রা যেহেতু অনেকটাই বেশি ছিল, তাই ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০৭। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এখনও পর্যন্ত ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি। এইমাত্র খবরটা সামনে এসেছে। বিস্তারিত খবর এখনও পাওয়া যায় নি। তবে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। আফটার শক নিয়ে চিন্তিত সকলে।

