ধানক্ষেতে চন্দ্রবোড়া আতঙ্কে জর্জরিত লালমাটি জেলার কৃষক সমাজ

 

শুভেন্দু লায়েক,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- ধান কাটার মরশুমে বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহল এলাকাজুড়ে নেমে এসেছে চরম আতঙ্ক। আতঙ্কের নাম — চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। মাঠে ধান কাটতে নামলেই কৃষকরা এখন শিহরিত হচ্ছেন। প্রাণঘাতী এই সাপের ছোবলে মুহূর্তেই মৃত্যু হতে পারে, আবার অনেক ক্ষেত্রেই কিডনি বিকল করে দেয় এর বিষের বিলম্বিত প্রভাব।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাঁকুড়ার ছাতনায় চাষের জমিতে কাজ করতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হয়েছে বছর বারোর এক স্কুল পড়ুয়ার। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও উপযুক্ত চিকিৎসা না পাওয়া এবং চিকিৎসকদের গাফিলতির অভিযোগে উত্তাল হয়ে ওঠে স্থানীয় জনতা। এর পর থেকেই জঙ্গলমহলজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

কৃষকদের অভিযোগ, ধানক্ষেতের ভেতরে গোলা পাকিয়ে শুয়ে থাকে এই মারাত্মক সাপ। ৫ ফুট দূর থেকেও ঝাঁপিয়ে আঘাত করতে সক্ষম। ফলে ধান কাটতে নামা শ্রমিকদের প্রাণ সংশয় লেগেই আছে। কেউ কেউ মাঠে আগুন জ্বেলে বা কাঠি পিটিয়ে আগে সাপ তাড়ানোর চেষ্টা করছেন, কেউবা রাবারের বুট পরে কাজে নামছেন।

তবে বিশেষজ্ঞদের মতে, চন্দ্রবোড়া সাধারণত রাতে সক্রিয় থাকে। তাই দিনবেলায় কাজ করার আগে জমিতে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত। একই সঙ্গে পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম ও প্রশিক্ষিত চিকিৎসক নিয়োগের দাবিও উঠেছে গ্রামাঞ্চলে।

গ্রামীণ মানুষের একটাই দাবি — “ধান কাটব, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নয়।” প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তৎপরতাই এখন তাদের একমাত্র ভরসা।

নবীনতর পূর্বতন