নিউজ ডেক্স,(খবর7দিন প্লাস):- ধুরন্ধর -এর পরে বক্স অফিসে অক্ষয় খান্নার বাজার খুবই ভালো। খবর,পর্দায় আবারও ফিরছে ‘বিজয় সালাগাঁওকার’। প্রথম দু’টি ছবির চূড়ান্ত সাফল্যের পর এবার এই ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় রয়েছেন দর্শক। এর মাঝেই শোনা যাচ্ছে, ‘দৃশ্যম ৩’ (Drishyam 3) ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয় খান্না (Akshaye Khanna)। ‘ধুরন্ধর’ ছবির তুমুল সাফল্য এক আলাদা মাত্রা যোগ করেছে ভারতীয় বিনোদুনিয়ায়। একইসঙ্গে ছবির হাত ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয়ের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। অক্ষয়ের সেই সাফল্যের মাঝেই শোনা যাচ্ছে, ‘দৃশ্যম ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। এর নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে? বলিউড সূত্রে জানা যাচ্ছে যে, ছবির পারিশ্রমিক ও চিত্রনাট্য নিয়ে মনান্তর ও মতান্তর হয়েছে অক্ষয়ের।
বলিউড সূত্রে জানা যাচ্ছে যে, ছবির পারিশ্রমিক ও চিত্রনাট্য নিয়ে মনান্তর ও মতান্তর হয়েছে অক্ষয়ের। তার জেরেই নাকি ‘দৃশ্যম ২’র বহু প্রতীক্ষিত সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। ছবির টিম এবং অক্ষয়ের তরফে এই বিষয়ে কোনওকিছু খোলসা করা হয়নি এখনও। উল্লেখ্য, ২০২৬ সালের ২ অক্টোবর বড়পর্দায় ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। এই ছবিই এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি হতে চলেছে আর সেই কারণেই তা নিয়ে দর্শকের মধ্যে বাড়ছে উন্মাদনার পারদ। একইসঙ্গে চিত্রনাট্য নিয়েও বাড়ছে কৌতূহল। এখন দেখার অক্ষয়ের ক্ষোভ, অভিমান শেষ পর্যন্ত কোথায় যায়।

