দেব-রুক্মিণীর গায়ে 'প্রজাপতি' বসা কি এখন শুধু সময়ের অপেক্ষা?

 

নিউজ ডেক্স,(খবর7দিন প্লাস):-  টলিপাড়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় দেব রুক্মিণী। ভক্তরা এই বিষয়ে চরম উৎসাহী হলেও তারা কিন্তু সম্পূর্ণ নীরব। তবে এইবার রসিক্তার ছলে কিছু কথা তারা বললেন। টলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। প্রায় এক দশক একসঙ্গে কাটালেও কবে ছাদনাতলায় যাবেন সেই প্রশ্ন দেব, রুক্মিণী মৈত্র দু'জনেই সন্তর্পণে এড়িয়ে যান। কিন্তু সম্প্রতি 'হাঁটি হাঁটি পা পা' ছবির সাকসেস পার্টিতে এসে এই প্রশ্নের জবাব দিলেন দুই তারকা। কী জানালেন? 'হাঁটি হাঁটি পা পা' ছবিটি নভেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পেয়েছিল। দর্শকদের থেকে ভালই সাড়া পেয়েছে অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবি। বক্স অফিসেও বাবা মেয়ের ছবি বেশ জাঁকিয়ে ব্যবসা করেছে। গত মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ছবিটির সাকসেস পার্টি উদ্‌যাপিত হল। সেখানেই রুক্মিণী মৈত্রর সঙ্গে হাজির ছিলেন দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন শীঘ্রই বড়পর্দায় 'প্রজাপতি ২' উড়তে চললেও, তাঁদের গায়ে কবে প্রজাপতি বসছে? অর্থাৎ কবে বিয়ে করছেন। 

  এদিন যখনই দেবকে জিজ্ঞেস করা হয় যে তাঁর গায়ে প্রজাপতি বসছে কিনা অভিনেতা মজা করে হেসে বলেন, "দুলে দুলে বসছে।" তাঁর কথার রেশ ধরে রুক্মিণী বলে ওঠেন, "আমাকে জানাচ্ছেই না বসছে কিনা।" তারপরই দেবকে জিজ্ঞেস করেন, "কবে গো?" প্রেমিকার প্রশ্নের জবাবে বাংলার মেগাস্টার বলেন, জানাবেন। এতেই মজা পেয়ে যান রুক্মিণী। মশকরা করে বলেন, "কল মি। না না, নিমন্ত্রণ করো।" প্রেমিকার মজা ধরতে বিন্দুমাত্র অসুবিধা হয় না দেবের। তিনি হেসে ফেলে বলেন, "খুব মজা পেয়েছ না? খুব ভাল জোক পেয়েছ।" 

নবীনতর পূর্বতন