নিজস্ব সংবাদদাতা,কাঁকসা খবর7দিন প্লাস:-দীর্ঘদিনের জমি-জট ও প্রশাসনিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে কাঁকসার রাজবাঁধে স্থাপিত হলো ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র-সহ জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী ও সমর্থকেরা।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গত মঙ্গলবার সকাল থেকেই রাজবাঁধে মূর্তি স্থাপনের কাজ শুরু করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। কিন্তু সেই সময় পুলিশি বাধার মুখে পড়ে কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ তোলে বিজেপি। এরপরই রাজবাঁধ এলাকায় ধর্নায় বসেন বিজেপি কর্মীরা।
বিজেপির দাবি, ওই জায়গায় ২০১১ সালের আগে তাদের একটি দলীয় কার্যালয় ছিল, যা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে সেখানে পার্টি অফিস নির্মাণের পরিবর্তে অটলবিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পুলিশের আপত্তিতে তা আটকে যায়।
ঘটনার মাঝে বিদ্যুৎ দপ্তর নিজেদের জমি চিহ্নিত করে ঘিরে নেয়। বিজেপি কর্মীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জমির মাপজোক করা হলে দেখা যায়, বিদ্যুৎ দপ্তরের অংশ বাদে বাকি জমি ব্যক্তিগত মালিকানাধীন। জমির মালিকদের সঙ্গে কথা বলে এবং তাদের অনুমতি নিয়েই শেষ পর্যন্ত মূর্তি স্থাপনের কাজ শুরু হয়। বৃহস্পতিবার সেই কাজ সম্পন্ন হওয়ার পর মূর্তির উন্মোচন করা হয়।
মূর্তি উদ্বোধনের পর বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে রাজবাঁধ বাসস্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত রাস্তার নামকরণ করা হবে ‘অটল সরণি’। পাশাপাশি ভবিষ্যতে অটলবিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তির পাশেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিন তিনি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে কটাক্ষ করে অভিযোগ করেন, এলাকায় বালি, মোরাম, মাটি ও কাঠ চুরির সঙ্গে শাসক দলের যোগ রয়েছে। বিজেপি কর্মীদের ভয় দেখাতে মাফিয়াদের মদত ও আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগও তোলেন তিনি। তাঁর কটাক্ষ, “এবার থেকে সকালবেলা বাড়ি থেকে বেরোনো এবং সন্ধ্যায় বাড়ি ফেরার সময় মাফিয়া ও তৃণমূল নেতাদের অটলবিহারী বাজপেয়ীর মূর্তিকে প্রণাম করেই যেতে হবে সেই ব্যবস্থাই করে দিয়েছে বিজেপি।”
রাজনৈতিক উত্তেজনার আবহে কাঁকসার রাজবাঁধে অটলবিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি স্থাপন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।



