জয়ন্ত মন্ডল,বীরভূম,(খবর7দিন প্লাস):-দুদিন ধরে নিখোঁজ থাকার পর মা ও তিন বছরের শিশুকন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের দুবরাজপুরে। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর সকালে দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ার মোড়ল পুকুর থেকে উদ্ধার হয় মা ও মেয়ের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মৃতদের নাম মালা হাজরা (২৫) ও তাঁর কন্যা বৃষ্টি হাজরা (৩)। পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁদের কোনও সন্ধান মেলেনি। পরে দুবরাজপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মোড়ল পুকুরের জলে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মালা হাজরার মৃতদেহ উদ্ধার করে। প্রায় এক ঘণ্টা পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে জাল নামালে তাতেই উঠে আসে তাঁর তিন বছরের কন্যা বৃষ্টি হাজরার মৃতদেহ।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, মৃত মালা হাজরার স্বামী বর্তমানে চেন্নাইয়ে কর্মরত। ফলে বাড়িতে একা থাকা গৃহবধূ ও শিশুকন্যার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় উঠছে একাধিক প্রশ্ন।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলার ভাস্কর রুজ জানান, গত মঙ্গলবার নিখোঁজের বিষয়টি মালার পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছিলেন। এরপর এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলেও কোনও গুরুত্বপূর্ণ সূত্র মেলেনি। পরবর্তীতে মালার বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।


