নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):- বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে পানাগড়ে বিক্ষোভে সামিল হল পানাগড় রামনবমী মহোৎসব কমিটির সদস্যরা। কমিটির আহ্বানে এদিন বিভিন্ন হিন্দু সংগঠনও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়।
শনিবার পানাগড়ের রনডিহা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েকশো মানুষ পানাগড় বাজার পর্যন্ত মিছিল করেন। মিছিল চলাকালীন বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালীন পানাগড়ের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের ছবি পোড়ানো হয় বলে জানা গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং একের পর এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, হত্যার পর সেই ঘটনার ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে যেভাবে নৃশংসতার প্রকাশ ঘটানো হচ্ছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।
এদিন বিক্ষোভকারীরা ভারত সরকারের কাছেও আবেদন জানান, যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক ও প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয়। তাঁদের বক্তব্য, অতীতের ভুল শুধরে নেওয়ার সময় এসেছে এবং এই বিষয়ে ভারত সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।




