জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময় নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে বীরভূমের ইলামবাজারে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। বুধবার ইলামবাজার রাইস মিল মাঠে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা ও ব্যানারে সাজিয়ে তোলা হয় গোটা সভাস্থল।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।
তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান।
এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়-সহ জেলা, ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃবৃন্দ।
সভায় বিজেপির তথাকথিত SIR প্রক্রিয়াকে ‘ঘৃণ্য চক্রান্ত’ আখ্যা দিয়ে বক্তারা অভিযোগ করেন, ভোটার তালিকার শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। এই প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতিবাদ জানানো হয়।
রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাঁর বক্তব্যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া অর্থ প্রদান না করার অভিযোগ তুলে কেন্দ্র সরকারের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বুথ স্তরে সংগঠন আরও মজবুত করার পরামর্শ দেওয়া হয় দলের কর্মী-সমর্থকদের।
এদিন সকাল থেকেই ইলামবাজার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সভাস্থলে পৌঁছান তৃণমূল কর্মী ও সমর্থকরা। সভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হওয়ায় ইলামবাজার থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় বোলপুর-সিউড়ি রাজ্য সড়কের যান চলাচল।



