নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):-পানাগড় শিল্প তালুকে একটি বেসরকারি সার কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে টানা অবস্থান বিক্ষোভে বসেছেন শ্রমিকরা। সোমবার থেকে শুরু হওয়া এই আন্দোলনের কোনও সমাধান সূত্র না মেলায় মঙ্গলবারও কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান গেটের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন তারা।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই কারণে মঙ্গলবার সকাল থেকেই কারখানার গেটের সামনে বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানায় প্রায় ৪০০ থেকে ৫০০ জন ঠিকা শ্রমিক কাজ করেন। অথচ পানাগড় শিল্প তালুকের অন্যান্য কারখানায় যে বেতন শ্রমিকরা পান, তার তুলনায় এই কারখানায় শ্রমিকদের অনেক কম মজুরি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির আবেদন জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকা সংস্থার আধিকারিকরা সেই দাবিতে কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ।
শ্রমিকদের আরও অভিযোগ, বেতন বৃদ্ধির কথা তুললেই তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কাজ হারানোর ভয়ে দীর্ঘদিন ধরে তারা মুখ বুজে কাজ করে আসছিলেন, কিন্তু বর্তমানে কারখানা কর্তৃপক্ষের আচরণ চরম পর্যায়ে পৌঁছেছে বলে দাবি শ্রমিকদের। পাশাপাশি কারখানায় কাজের সময় ন্যূনতম সেফটি ও সিকিউরিটির অভাব রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
শ্রমিকরা জানিয়েছেন, আন্দোলন শুরু হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। উল্টে মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিককে ভয় দেখিয়ে কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। যদিও অধিকাংশ শ্রমিকই সেই চাপ উপেক্ষা করে আন্দোলনে অনড় রয়েছেন।
এই শ্রমিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনসহ শাসক ও বিরোধী দলের বিভিন্ন শ্রমিক সংগঠন একযোগে আন্দোলনে সামিল হয়েছে। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।



