বিশেষ সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- মঙ্গলবার সকালেই সস্ত্রীক কলকাতায় নেমেই আখিলশ যাদব বলেছিলেন, আইপ্যাক নিয়ে যা করেছে বিজেপি তা অন্যায়। পরে জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। দুপুরে তিনি নবান্নে দেখা করবেন মমতার সঙ্গে। আইপ্যাক অফিসে ইডি হানা-সহ বঙ্গে সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কয়েকটি ইস্যুতে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ”বাংলায় বিজেপির হার সময়ের অপেক্ষা।” ছাব্বিশে ফের ‘দিদি’কেই বাংলার মসনদে দেখতে চেয়ে এবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদীর পার্টির অখিলেশ যাদব। দুপুর ১টা নাগাদ নবান্নে মমতা-অখিলেশের বৈঠক হওয়ার কথা।
আশাকরা যায়, আখিলেশ ও মমতা আলোচন করার পরে তারা যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবেন। আর সেখানেই সাম্প্রতিক রাজনীতি থেকে শুরু করে SIR পর্যন্ত আসবে আলোচনায়। পরে ওই খবরের বিস্তারিত নিয়ে আমরা আসবো।

