জমির দাবিতে গঙ্গা ভাঙন-দুর্গতদের রাতভর অবস্থান, মানিকচক বিডিও অফিসের সামনে ত্রিপলের নিচে আন্দোলন

পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-মালদার মানিকচক ব্লকের ভূতনী গঙ্গা ভাঙনে সর্বস্ব হারানো অসহায় মানুষজন মঙ্গলবার রাতভর তাঁদের পরিবার ও ছোট ছোট শিশুদের নিয়ে মানিকচক বিডিও অফিসের সামনে অবস্থান-ধর্ণা কর্মসূচি চালালেন। বসবাসের জন্য স্থায়ী জমি এবং নদীবাঁধ নির্মাণের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে সরাসরি সমর্থন জানিয়েছে সিপিআইএম।

জানা গেছে, মঙ্গলবার ভূতনীর কেশরপুর কলোনি এলাকার গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত বহু পরিবার মিছিল করে মানিকচক বিডিও অফিসে পৌঁছান। সেখানে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালনের পর খোলা আকাশের নিচে ত্রিপল পেতে রাতভর অবস্থান চালিয়ে যান আন্দোলনকারীরা। বুধবার খবর লেখা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, গঙ্গা ভাঙনে তাঁদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে নদীগর্ভে চলে গেছে। বর্তমানে তাঁরা নদীবাঁধের ধারেই ত্রিপল টাঙিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। শিশুদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

তাঁদের স্পষ্ট দাবি বসবাসের জন্য উপযুক্ত জমি বরাদ্দ করতে হবে এবং দ্রুত নদীবাঁধ নির্মাণের কাজ শুরু করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এদিন আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন সিপিআইএমের পাশাপাশি সিআইটিইউ মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। তিনি প্রশাসনের প্রতি অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, “গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারানো মানুষজনকে মানবিকতার খাতিরে পুনর্বাসন দিতে হবে। তা না হলে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।”


নবীনতর পূর্বতন