অবৈধ সম্পর্কের জেরে রক্তাক্ত হামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁকসায়

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
এক বিবাহিত মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম ভূষণ হেমব্রম। তাঁর বাড়ি কাঁকসার বামুনারা এলাকায়। বুধবার দুপুর প্রায় ১২টা নাগাদ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার ওই বিবাহিত মহিলার সঙ্গে ভূষণ হেমব্রমের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ককে ঘিরে দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। অভিযোগ, সেই ক্ষোভ থেকেই গত ২৬ তারিখ গভীর রাতে অভিযুক্ত যুবক মহিলার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে গিয়ে আত্মগোপন করে।

রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা আহত মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

নবীনতর পূর্বতন