নিউজ ডেক্স(খবর7দিন প্লাস):- ঠিক নির্বাচনের আগে কোচবিহার পুরো সভার পুরোপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের এই পদত্যাগ যে ভোটে প্রভাব ফেলবে তারে কোনো সন্দেহ নে। কিন্তু বহুদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। শনিবার সকালে তিনি সদর মহকুমা শাসকের বাড়িতে যান ও পদত্যাগ পত্র জমা দিয়ে আসেন। অভিষেকের কথাতেই যে তিনি পদত্যাগ করেছেন, সে কথা জানিয়েছেন রবি ঘোষ নিজেই। স্টল বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। আগেও তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানেননি তিনি। এবার পদত্যাগ করলেন।
জানা যাচ্ছে, সম্প্রতি কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মেসেজ পাঠিয়ে রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলেছিলেন। কিন্তু তিনি তা মানেন নি। এরপর কেটে গিয়েছে অনেকদিন। ইতিমধ্যে কোচবিহার সফর করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন, যাতে রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে একসঙ্গে চলা হয়। এরপর হঠাৎ তার পদত্যাগের জল্পনা তৈরি হয়। জানা গিয়েছে, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর। তারপরই পদত্যাগের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি কোচবিহারে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। তার আগেই এই পদত্যাগ। পদত্যাগ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “অভিষেক নির্দেশ দিয়েছেন। আমি দলের অনুগত সৈনিক। জানি না কেন পদত্যাগ করতে বলা হল, অনেকদিন থেকেই বলা হচ্ছিল।” তৃণমূল নেতা পার্থ প্রতীম রায় বলেন, “রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক। দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন তিনি। দল যে নির্দেশ যখন দিয়েছে সে সব নির্দেশ যথাযথভাবে পালন করেছেন।"

