নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা জেসিবিতে ধাক্কা, গুরুতর আহত ছোট গাড়ির চালক

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন একটি ছোট চারচাকা গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে পানাগড়–মোড়গ্রাম রাজ্য সড়কের ২ নম্বর কলোনি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে একটি জেসিবি দাঁড় করিয়ে তার চালক পাশের একটি হোটেলে খাবার আনতে যান। সেই সময় বীরভূমের দিক থেকে পানাগড়ের দিকে আসা একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দাঁড়িয়ে থাকা জেসিবির পিছনে ধাক্কা মারে।

দুর্ঘটনার তীব্রতায় ছোট গাড়িটির চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য পানাগড়–মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি ও জেসিবি আটক করে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নবীনতর পূর্বতন