পৌষ সংক্রান্তিতে পুলিশের মানবিক উদ্যোগ—নিমচায় ৫০০ অসহায় মানুষের মধ্যে কম্বল ও খাবার বিতরণ

 

সত্যনারায়ণ সিং,রণীগঞ্জ(খবর7দিন প্লাস):-পৌষ সংক্রান্তি উপলক্ষে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন রণীগঞ্জ থানার উদ্যোগে এবং নিমচা পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শীতের তীব্রতা থেকে অসহায় ও দরিদ্র মানুষদের রক্ষা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে নিমচা পুলিশ ফাঁড়ি এলাকার পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫০০ জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। পুলিশের এই মানবিক উদ্যোগে উপকৃত মানুষের মুখে স্বস্তি ও আনন্দের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ বিকাশ দত্ত, নিমচা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব গাইন, পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্তার সিং, জয়ন্ত সরকার সহ রণীগঞ্জ থানার একাধিক পুলিশ আধিকারিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রণীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ বিকাশ দত্ত বলেন,
“পুলিশ জনসাধারণের শত্রু নয়, পুলিশ জনসাধারণের প্রকৃত বন্ধু। পুলিশ জনকল্যাণমূলক সেবার জন্য নিজেদের পরিবার ছেড়ে দূর-দূরান্তে সরকারের হয়ে মানুষের পাশে থেকে কাজ করে। আপনাদের কোনো সমস্যা থাকলে আইন নিজের হাতে তুলে নেবেন না, সরাসরি থানার সঙ্গে যোগাযোগ করুন। থানা সবসময় আপনাদের পাশে রয়েছে।”

পুলিশ প্রশাসনের এই উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই মানবিক ভূমিকার জন্য সাধুবাদ জানান। আইন রক্ষার পাশাপাশি সমাজসেবায়ও যে পুলিশ প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করছে, এই কর্মসূচির মাধ্যমে তা আরও একবার প্রমাণিত হলো।

নবীনতর পূর্বতন