রাণীগঞ্জে ন্যাশনাল ফুল কন্টাক্ট ক্যারাটে টুর্নামেন্টে "রায়ামা কাপ" এর সাফল্যের নজির গড়ল পানাগড়ের ক্যারাটে প্রশিক্ষক জিতেন্দ্র শর্মার দল

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- রাণীগঞ্জ: গত ১০ ও ১১ জানুয়ারি রাণীগঞ্জ ক্যারেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ন্যাশনাল ফুল কন্টাক্ট ক্যারাটে টুর্নামেন্ট – রোয়ামা কাপ ২০২৬। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে তাদের দক্ষতার পরিচয় দেয়।

পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের ক্যারাটে প্রশিক্ষক জিতেন্দ্র শর্মা তাঁর ২৫ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সাতজন প্রতিযোগী অসাধারণ কৃতিত্ব অর্জন করে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কাটা’ বিভাগে দুজন প্রথম স্থান অধিকার করে, ‘বেসিক’ বিভাগে একজন প্রথম স্থান পায়, এবং ‘ফাইট’ বিভাগে দুই জন প্রথম স্থান এবং একজন দ্বিতীয় স্থান ও স্ট্রেচিং বিভাগে একজন প্রতিযোগী উজ্জ্বল সাফল্য অর্জন করে।

প্রশিক্ষক জিতেন্দ্র শর্মা বলেন, “ছাত্র-ছাত্রীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক প্রতিযোগীকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

রাণীগঞ্জের এই প্রতিযোগিতা শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রই নয়, বরং তরুণ প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশের এক অনন্য মঞ্চ হয়ে উঠেছে।

নবীনতর পূর্বতন