দিল্লি বিস্ফোরণের পর কড়া নজরদারি।বাঁকুড়া রেলস্টেশনে আরপিএফের বিশেষ তল্লাশি অভিযান

 

 মহম্মদ শাহজাহান আনসারী বাঁকুড়া খবর7দিন প্লাস:-দিল্লির লালকেল্লার কাছে আকস্মিক বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার পর গোটা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেই সূত্রেই বুধবার সকাল থেকে বাঁকুড়া রেলস্টেশনে আরপিএফের পক্ষ থেকে চালানো হয় বিশেষ তল্লাশি অভিযান।

স্টেশন চত্বর, পার্কিং এলাকা, প্রবেশ ও প্রস্থান পথ সহ ট্রেনের ভিতরে যাত্রীদের ব্যাগ, কার্টুন ও সামগ্রী পরীক্ষা করা হয় মেটাল ডিটেক্টরের সাহায্যে। যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের আতঙ্কমুক্ত রাখার চেষ্টাও করেন আরপিএফ কর্মীরা।

আরপিএফ আধিকারিক তপন কুমার রায় জানান, “দিল্লির বিস্ফোরণের পরে অনেক যাত্রীই আতঙ্কিত। তাই তাঁদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সবাই সচেতন থাকলে নাশকতা প্রতিরোধ সম্ভব।”

তিনি আরও জানান, আরপিএফ, জিআরপি ও স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে স্টেশনের স্টাফদের সঙ্গে জরুরি ফোন নম্বর শেয়ার করা হয়েছে, যাতে সন্দেহজনক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো যায়। পার্কিং জোনে বিশেষ নজরদারি এবং তথ্য সংগ্রহের জন্য সোর্স নেটওয়ার্কও জোরদার করা হচ্ছে।

আরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের তল্লাশি অভিযান নিয়মিত চালানো হবে, এবং যাত্রীদের সহযোগিতা পেলেই যেকোনো সম্ভাব্য বিপদ আগে থেকেই রুখে দেওয়া সম্ভব হবে।

 দিল্লি বিস্ফোরণের পর দেশজুড়ে রেল, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা, যাতে কোনোভাবেই নাশকতার চেষ্টা সফল না হয়।

নবীনতর পূর্বতন