মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে উপস্থিত হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই মহতী অনুষ্ঠানে রাজ্যপালের হাতে ডিলিট (Doctor of Letters) সম্মানে ভূষিত হন বিশিষ্ট ক্রীড়াবিদ ঝুলন গোস্বামী, প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশারসহ আরও কয়েকজন গুণী ব্যক্তিত্ব।
রাজ্যপাল সকালে কলকাতা থেকে কপ্টারে রওনা হয়ে দুর্গাপুর অণ্ডাল বিমানবন্দরে নামেন। সেখান থেকে সড়কপথে বাঁকুড়া পৌঁছে উপস্থিত হন রবীন্দ্রভবনে আয়োজিত সমাবর্তন মঞ্চে।
বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষিকা ও অসংখ্য ছাত্রছাত্রী। গুণীজনদের হাতে ডিলিট সম্মান তুলে দেওয়ার মুহূর্তে করতালিতে মুখরিত হয় রবীন্দ্রভবন।


