নলহাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):-
নলহাটি থানার পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে নলহাটি থানার অন্তর্গত সংকেতপুরের কাছে তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান ও একটি বোলেরো গাড়ি থেকে প্রায় ৫০ প্যাকেট জিলেটিন স্টিক উদ্ধার করা হয়।

ঘটনায় দুইটি গাড়ি আটক করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম নারায়ণ ঘোষ। তাকে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলি সম্ভবত নলহাটি থানার আশেপাশের পাথরখাদান এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত হতো। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে—কোথা থেকে এই বিস্ফোরক আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


নবীনতর পূর্বতন