অজয় নদে ভাঙন রোধে অভিনব উদ্যোগ: জয়দেব-কেন্দুলী জুড়ে সেচ দপ্তরের দৌড়ঝাঁপ

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- রভূমের জয়দেব-কেন্দুলী অঞ্চলে দীর্ঘদিনের দাবির পর অবশেষে অজয় নদের ভয়াবহ ভাঙন ঠেকাতে মাঠে নেমেছে ময়ূরাক্ষী সেচ দপ্তর। সন্তোষপুর সংলগ্ন এলাকায় জুলাই মাসের বন্যায় প্রায় ৪৩০ মিটার নদীবাঁধ ভেঙে চাষযোগ্য জমি নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন।

পুরনো পাথরের বোল্ডার ও তারের নেটও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি এই বছরের প্রবল স্রোতে। কৃষকদের মাথায় হাত, কয়েক বিঘা জমি হারিয়ে চারদিকে হতাশা—এর মাঝেই শুরু হয়েছে ভাঙন ঠেকানোর নতুন প্রযুক্তির কাজ।

এবার নদীর পাড়কে মজবুত করতে কালো পলিথিন বস্তায় বালি ভরে নাইলন নেট দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে একাধিক স্তরে। বিগত কয়েকদিন ধরে দম না ফেলে কাজ চলছে পুরোদমে। দপ্তরের কর্মী সুরজিৎ মিত্র জানান, “বর্ষার সময় অজয় যখন কানাই কানাই বয়ে যাচ্ছিল, তখনই বড় ক্ষতি হয়। এবার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ।”

চাষিদের দাবি, এই প্রকল্প যেন দ্রুত শেষ হয় এবং ভবিষ্যতে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকাকে নিরাপত্তা দেওয়া হয়।


নবীনতর পূর্বতন