পানাগড়ে শুরু হচ্ছে ‘পানাগড় প্রিমিয়ার লীগ’: মাঠমুখী তরুণদের উচ্ছ্বাসে সরগরম কাঁকসা


নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর 7দিন প্লাস):-
রাত পোহালেই পানাগড়ে পর্দা উঠতে চলেছে বহু প্রতীক্ষিত পানাগড় প্রিমিয়ার লীগ (PPL)-এর। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ক্রিকেট উৎসব। স্থানীয় যুব সমাজকে মোবাইল থেকে দূরে রেখে খেলাধুলায় ফেরাতে কয়েক বছর ধরেই আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। আইপিএল–এর ধাঁচে গড়া টুর্নামেন্টটির প্রতি বছরের মতো এবারও বিপুল উত্তেজনা দেখা গিয়েছে এলাকার ক্রীড়া মহলে।

কয়েক মাস আগেই সম্পন্ন হয়েছে খেলোয়াড়দের নিলাম পর্ব, আর সেই অনুযায়ী কাঁকসা ও পার্শ্ববর্তী এলাকার যুবকদের নিয়ে গঠিত হয়েছে ১২টি শক্তিশালী দল। রবিবার থেকে ম্যাচ শুরু হওয়ার আগে শনিবার রাতেই মাঠজুড়ে দেখা গেল চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা।

জানা গিয়েছে, এবারের লীগের উদ্বোধন করবেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর চূড়ান্ত পর্বের ম্যাচে উপস্থিত থাকবেন সাংসদ ও অভিনেত্রী সায়নি ঘোষ, যা আয়োজনকে আরও ভিন্ন মাত্রা দেবে।

উদ্যোক্তা পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, “তরুণদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন পানাগড় প্রিমিয়ার লীগ এলাকার এক জনপ্রিয় ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে।”

রবিবার সকাল থেকেই দর্শকদের ভিড়ে সরগরম হয়ে উঠবে পানাগড়ের খেলার মাঠ—এমনটাই আশা করছেন আয়োজকরা।

নবীনতর পূর্বতন