কাঁকসায় একতা যাত্রা: সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে বিজেপির শক্তি প্রদর্শন

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কাঁকসায় অনুষ্ঠিত হলো একতা যাত্রা। এই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হন উত্তর প্রদেশের রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নগর, বর্ধমান সদরের জেলা সভাপতি অভিজিৎ তা, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, গলসি মণ্ডলের নেতৃত্ব সহ কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক।

এদিন কর্মীরা জাতীয় পতাকা হাতে এবং সরদার বল্লভভাই প্যাটেলের “একতা ভারত”–এর বার্তাসংবলিত টি-শার্ট পরে কাঁকসার মিনিবাজার থেকে পদযাত্রা শুরু করেন। শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা শেষে শেষ হয় পানাগড় বাজারের রণডিহা মোড়ে।

সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুরেন্দ্র সিং নগর বলেন,


সর্দার প্যাটেলের একতা ভারতের স্বপ্নকে সফল করতে দেশজুড়ে শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান হচ্ছে। আগামী দিনে দেশের চার কোণ থেকে একতা যাত্রা শুরু হবে এবং সব পথযাত্রার চূড়ান্ত লক্ষ্য গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটির সামনে গিয়ে মিলিত হওয়া।”

তিনি আরও দাবি করেন,
বিহার নির্বাচনের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির সুনামি আসবে। বাংলায় পরিবর্তনের হাওয়া স্পষ্ট। এক ভারত ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে বিজেপি কর্মীরা অগ্রণী ভূমিকা নেবে।”

অনুষ্ঠানে সরদার বল্লভভাই প্যাটেলের দেশগঠন, প্রশাসনিক ঐক্য ও জাতীয় সংহতির ভূমিকা তুলে ধরেন বক্তারা। পুরো পদযাত্রাজুড়ে ‘একতা ভারত’, ‘আত্মনির্ভর ভারত’–এর ডাক দেন বিজেপি নেতৃত্।

নবীনতর পূর্বতন