রামপুরহাট শহরে হনুমানের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন বিপর্যস্ত বারবার হামলায় জখম হচ্ছেন মানুষ,

নিজস্ব সংবাদদাতা,রামপুরহাট(খবর7দিন প্লাস):-
রামপুরহাট শহরে একটি হনুমানের লাগাতার দৌরাত্ম্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রায় প্রতিদিনই ওই হনুমান শহরের বিভিন্ন এলাকায় মানুষকে আক্রমণ করে জখম করছে বলে অভিযোগ উঠছে। এর জেরে স্বাভাবিক যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন জীবন কার্যত ব্যাহত হয়ে পড়েছে শহরবাসীর।

সোমবারও তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে রামপুরহাট চার নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে হনুমানটি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

শহরবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চললেও প্রশাসনের তরফে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিকবার বন দপ্তর ও প্রশাসন হনুমানটিকে ধরার চেষ্টা করলেও প্রতিবারই তা ব্যর্থ হয়েছে। হামলার পর হনুমানটি এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানান বাসিন্দারা।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও মহিলাদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক আরও বেড়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বন দপ্তর ও সংশ্লিষ্ট বিভাগকে সক্রিয় হয়ে পরিকল্পিতভাবে হনুমানটিকে ধরার ব্যবস্থা করতে হবে। নচেৎ যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।


নবীনতর পূর্বতন