নিউজ ডেস্ক,পূর্ব বর্ধমান(খবর7দিন প্লাস):-২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় নিয়ে একেবারে নিশ্চিত বীরভূমের সাংসদ শতাব্দী রায়। রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকে এক ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,২৬-এর ভোটে আমরাই জিতব। কোনও সন্দেহ নেই। ভীষণভাবে জিতব, অনেক বেশি ভোটে।এদিন এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন সাংসদ।
তাঁর অভিযোগ,ভোটার তালিকায় নাম বাদ পড়া ও তথ্যগত ভুলের কারণে বহু মানুষ মানসিক চাপে ভুগছেন। এমনকি এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। শতাব্দী রায়ের কথায়,
“আমরা কমিশনের কাছে গিয়েছিলাম, কিন্তু দিল্লির সরকার বা নির্বাচন কমিশন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।”
প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপের প্রশংসা করেন শতাব্দী রায়। তিনি বলেন,
“বিরোধী দলের কর্মী হলেও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। এই মানবিকতা সবার থাকা উচিত।”
মরহুম হালিম হালিমার স্মৃতিতে আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় গেঁড়াই ফুটবল ময়দানে।
ফাইনালে মুখোমুখি হয় সিমনোরী মেঘা ট্রেডার্স ও বর্ধমানের রায়না কাজল একাদশ।
টাইব্রেকারে ৫-০ গোলে জয়ী হয় রায়না কাজল একাদশ। জয়ী দল: ১,৬৬,৬৬৬ টাকা ও ট্রফি রানার্স দল: ১,২২,২২২ টাকা ও ট্রফি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সাংসদ-অভিনেতা দেব। তাঁকে দেখতে বিকাল থেকেই মাঠে নামে মানুষের ঢল।
ফুটবল, সংস্কৃতি ও রাজনীতির মেলবন্ধনে আউশগ্রাম কার্যত উৎসবের রূপ নেয়।





