জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কদমখণ্ডী মহাশ্মশান ঘাটের শুভ উদ্বোধন হয়।।

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):ইলামবাজারের জয়দেব কেন্দুলী কদমখণ্ডী মহাশ্মশান ঘাটের পুনঃনির্মাণের পর আজ নারকেল ভেঙ্গে শুভ উদ্বোধন হয়। উপস্থিত জয়দেব গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস, রামকৃষ্ণ আশ্রমের সুনীল মহারাজ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও সমাজ সেবীগণ।জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় ১৭ ই জুলাই ২০২৪  থেকে ৩১ শে অক্টোবর ২০২৪ পর্যন্ত শবদাহ কাজ বন্ধ থাকবে। 

মহাশ্মশানে নির্মাণের কাজের জন্য শবদাহ বন্ধ থাকায়, অজয় নদীর চরে অস্থায়ীভাবে জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শবদাহর কাজ ব্যবস্থাপনা করা হয়েছিল। কিন্তু আজ সেই কদমখন্ডি মহাশ্মশান ঘাটের উদ্বোধন হয়। ২৩.১২.২০২৫ মঙ্গলবার থেকে কদম খন্ডী মহাশ্মশানে ঘাটে শবদাহ করা হবে।সাধারণ মানুষ যাতে করে কোন অসুবিধাই না পড়ে তার জন্য পানীয় জল থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করেছে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত।মহাশ্মশান ঘাটের নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল কমবেশি ২৬ লাখ টাকা, এবং এটি ২০২৪ এর বোলপুরের সাংসদ অসিত কুমার মাল এমপি ল্যাড তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস তিনি জানান, সাধারণ মানুষের এবং শবদাহ যারা করতে আসেন মহাশ্মশানে,তাদের অনেকদিনকার ক্ষোভ এবং আশা ছিল যে,মহাশ্মশানটি আরো উন্নত এবং ভালো হয়। বৃষ্টি হলে তাদেরকে  অনেক  দুর্ভোগের মুখে পড়তে হতো, এমনকি ভিজতে হতো ।পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু আরও উন্নত মানের ব্যবস্থা হওয়ার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসীর খুবই খুশি ব্যক্ত করেছেন।

নবীনতর পূর্বতন