দার্জিলিংয়ে ৩ ডিগ্রি - ৯ বছর পরে শীতলতম বড়দিন

 

 নিউজ ডেক্স,খবর7দিন প্লাস:- ৯ বছর পরে দার্জিলিং এমন শীতলতম বড়দিন উপহার দিলো। প্রবল খুশি পর্যটকেরা। শুধু দার্জিলিং নয়, দক্ষিণের জেলাগুলোতে পারদ অনেকটা নেমে গেছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তাপমাত্রা এক অংকে পৌঁছেছে। এই শীতে প্রথমবার কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ৯ বছরে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামল। ২০১৬ সালে শহরে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। এবার সেই তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। সঙ্গে কুয়াশাও রয়েছে। 

 শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। পুরুলিয়ায় তাপমাত্রা ৯.৮ ডিগ্রির ঘরে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভরপুর শীত। দার্জিলিঙের তাপমাত্রা ৩.২ ডিগ্রিতে নেমেছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্য জেলার তাপমাত্রাও নিচের দিকে। ফলে বড়দিনে উত্তর থেকে দক্ষিণে ভরপুর শীতের আমেজ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস একটানা এই ঠান্ডা থাকবে না। শনিবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামীকাল থেকে রাজ্যে কুয়াশার দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

নবীনতর পূর্বতন